Article

ঢাকা আর্ট সামিট ২০২০

সময়ের পরিক্রমায় দৃশ্যশিল্পের যেসকল পরিবর্তন সংঘটিত হয়েছে তার ব্যাঞ্জনা নানাবিধ। শিল্পীর চিন্তাধারা তো বটেই শিল্পের ভাষা, শিল্পকর্মের মাধ্যম/উপকরণ, শিল্পকর্মের উপস্থাপন রীতির সাথে বদলে গিয়েছে শিল্প প্রদর্শনীর চিরায়ত ভঙ্গিমা। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে জাতি রাষ্ট্রের নামে সারা পৃথিবীর ভূখণ্ড ভাগ করে নেওয়া কতৃত্বশীল রাষ্ট্রের অভ্যন্তরে শিল্পীর আকাঙ্খা ও সৃষ্টির সাথে বৃহদায়তন সমাজের সম্পর্কও বদলে গেছে ব্যাপকভাবে। শিল্পচর্চার ধারা এখন যতটা না দক্ষতাভিত্তিক তার চেয়েও বেশি বুদ্ধিবৃত্তিক, শিল্পীর কর্মসীমানা যতটা বিশেষায়িত তার চেয়ে বেশি সামগ্রিক। ধারণাপ্রধান(কন্সেপচুয়াল) কাজের এই নতুন বাস্তবতায় তৈরি হয়েছে নতুন নতুন শিল্প সম্পর্ক, পেশা এবং বাস্তবতা। বিশ্বায়নের ছাতার নিচে “আত্ম-পরিচয় সংকটের রাজনীতি ও মোকাবিলা” ভাবনার স্তরে যোগ করেছে নতুন মাত্রা। ব্যাক্তি এবং সামষ্টিক “সত্তা” হিসেবে পরিচয়ের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী কর্মকান্ডের মধ্যে শিল্পী, শিল্পকর্ম এবং শিল্প প্রদর্শনীও গুরুত্বপুর্ন উপাদান হিসেবেই বিবেচিত হয়ে থাকে।

Read more