Keeping Our Head Above Water
For a good long while now we have been living in a new reality. For a good long while, we have been stuck in our cosy cube; safe and secure. Aware but not quite, grasping the intensity and the complexity of the crisis all around. Looking at the world through our rectangular frame, all we see are death counts pilling up. We see ourselves hiding behind our mask, too scared to touch, scared to talk, scared to eat or even laugh. Fear and uncertainty is our constant companion. Sanding at the edge of doom is our new reality. At this crucial point of we took a pause to life think about the novelty of our reality. We decided to take a moment to re-evaluate ourselves in the grand scheme of things. All the while keeping in mind that in this age of political dominance and mass surveillance is there truly any safe harbour for us? We are four such individuals who each have confronted ourselves, questioned our established dogmas, and tried to come up with acceptable answers or merely a way to keep our head above water.
উদভ্রান্ত, ক্ষ্যাপা কোন যজ্ঞের ঘোড়া ছুটছে, দিগ্বিজয়ের উন্মত্ত নেশায় একের পর এক রাজ্য জয় করে যেতে যেতে হঠাৎ কোন অদেখা পরাশক্তির সামনে থমকে দাঁড়ায় সে। কুঁকড়ে যায় অচেনা আতঙ্কে, ত্রস্ত পায়ে ঘাড় নামিয়ে ঢুকে পড়ে আস্তাবলে। নির্জন কোণায় চুপচাপ দাঁড়িয়ে প্রহর গোণে এই অদম্য শত্রুর সেচ্ছা প্রস্থানের। এমন এক অপরিণামদর্শী ঘোড়ার মতই বিচিত্র কামনায় ছুটতে থাকা মানুষেরা হঠাৎই স্থাণু হয়ে গেছে। বেপরোয়া সভ্যতা আচমকা নিজেকে আবিষ্কার করছে বন্দী চতুষ্কোণে; সব দম্ভের রাশ টেনে পতনের অক্ষম দর্শক হওয়া ছাড়া আর যেন ভবিতব্য নেই তার। আমরাই সেই পাল্টা খেলার ক্রীড়নক, সতর্ক কিন্তু নীরব নই। মৃত্যুর সংখ্যা গুণে নিতে নিতে আরও নির্মম কোন আঘাতের গুজব- বাহাসে দিনাতিপাত করে চলি। সভ্যতার মুখোশটুকু খসিয়ে দেওয়া যমরাজের ভয়ে আমাদের প্রত্যেকের মুখের ওপর একটুকরো কাপড়-মুখোশ। স্পর্শে, ক্ষুধায়, আটপৌরে আলাপচারিতায় এমনকি প্রাণ খুলে হাসতেও বুক কাঁপে সকলের। এতোদিন পর এই আমাদের বিবিধ লোভ আর অপরিণাম উন্নয়নের উপহার। কিন্তু এই বিশ্ব-সংকটের স্থবিরতার মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে জুটে গেছে একখণ্ড ভাবনার অবসর। না চাইতেই আমরা কথায়-চিন্তায় পেয়ে গেছি নিজেদেরকে পুনর্মূল্যায়নের একটি সুযোগ; এই বৃহৎ বিশ্বব্যবস্থায় সব সম্পর্কগুলোকে নতুনভাবে উপলব্ধি করা, প্রকৃতির মাঝে নিজের অবস্থান এবং অধিকারের সীমানটুকু যাচাই করে নেবার সুযোগ হয়েই দেখা দিয়েছে এই সংকটকাল। একইসাথে বিশ্বব্যাপী বাণিজ্যের নির্বিঘ্ন বিস্তার নিশ্চিত করতে আমাদের ওপর রাজনৈতিক আধিপত্য আর নজরদারিও আমাদের ভাবিয়ে তুলছে। ভাবিয়ে তুলছে আত্মমর্যাদার প্রশ্নে, যাপন নামের উদযাপন নয়, বরং প্রকৃত জীবনের প্রশ্নে। এসকল সংকটকে একসাথে দেখা, বোঝা এবং যৌথভাবে মোকাবেলার সুবাদেই আমাদের চারজনের এক হওয়া। এই মোকাবেলাটা আমাদের পারস্পরিকভাবেও হয়ে আসছে এবং হচ্ছে একে অপরকে প্রশ্ন করে, প্রথাগত চর্চার স্থবিরতাকে দেখিয়ে দিয়ে; ক্রমাগত মীমাংসায় এসে আবার খারিজ করেও। মোটের ওপর জীবন আর যাপনের নিরন্তর দোলাচলের মাঝে নিজেদেরকে খুঁজে নিতেই আমাদের এই প্রয়াস।
Please React...!