Under this governance || এই শাসনের অধীনে
মানুষের জীবন বিচিত্র শর্তের জালবন্দী। শর্তের মারপ্যাঁচেই আধুনিক সভ্যতা আমাদের শিখিয়েছে মানুষ হওয়ার চেয়ে ব্যক্তি হয়ে ওঠাই শ্রেয়। এই খণ্ডিত ব্যক্তিক মানবসত্তাই রাষ্ট্র কিংবা রাজনৈতিক ব্যবস্থার কাম্য; গোটা সমাজব্যবস্থার ওপর নিরঙ্কুশ আধিপত্য আর বিক্ষোভের শঙ্কা এড়াতে নজরদারির সুবাদেই। বৃহৎ পরিসরে রাষ্ট্রীয় আধিপত্যের এই নিয়ন্ত্রণ মানুষের ক্ষুদ্র পারিবারিক পরিসরকেও আক্রান্ত ও বিবর্তিত করে চলেছে ক্রমাগত। দৃশ্যশিল্পের পরিভাষায় নিজস্ব চিন্তা থেকে ক্ষুদ্র পরিসরে এই রাষ্ট্রীয় আধিপত্যের আবহটুকুই খোঁজার প্রয়াস রয়েছে আমার কাজে।
(Visited 162 times, 1 visits today)
Please React...!